৬০ কেজি ওজনের ডলফিন মিলল পদ্মায়

মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নে পদ্মায় পাওয়া গেছে একটি ৬০ কেজি ওজনের মৃত ডলফিন। শুক্রবার বিকালে গাওদিয়া বাজারের দক্ষিণ পাশে পদ্মা নদীতে এ  ডলফিনটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী।

পরে বন বিভাগ কর্তৃপক্ষকে জানালে কিছুক্ষণ পর সেখানে বন কর্মকর্তারা উপস্থিত হয়। মৃত ডলফিন থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে দ্রুত একটি গর্ত করে মাটি চাপা দিয়ে রেখে দেয় বন কর্মকর্তারা।

এ বিষয়ে শ্রীনগর ও লৌহজংয়ের বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ জানান, ধারণা করা হচ্ছে গত কয়েকদিন আগেই পদ্মার কোনো স্থানে ডলফিনটি জালের আঘাতে মারা গেছে।

পরে জোয়ার পানিতে ভেসে এসে ভাটায় চরে আটকে গিয়েছে। ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফিট ও প্রস্থ ১ ফিট ছিল।ডলফিনটির ওজন হবে ৬০ কেজি।

মাটি চাপা দেওয়ার কারণ হিসেবে এ কর্মকর্তা জানান, কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় ডলফিন থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।তাই দ্রুত এটি মাটি চাপা দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।