কঙ্গনায় মুগ্ধ সালমান খান!
বর্তমানে বলিউডের তিন ‘খান’-এর কোনো খানের সঙ্গেই কঙ্গনা রানাউতের ভীষণ ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে হয় না। যদিও এদের মধ্যে সালমানের সঙ্গে কঙ্গনার সম্পর্ক তুলনামূলক ভালো। সালমানকে বন্ধু বলেও দাবি করেন কঙ্গনা। একবার সালমানের জনপ্রিয় টেলিভিশন শো ‘দশ কা দম’-এ উপস্থিত ছিলেন কঙ্গনা। সেই টিভি শো থেকেই নেটপাড়ায় উঠে...