২ কোটি টাকার সোনার বারসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে এক কোটি ৮৭ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে ৫৮ বিজিবি। 

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের খোলামাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— পলিয়ানপুর গ্রামের সাদির মণ্ডলের ছেলে আছানুর (৪৮) ও একই গ্রামের চয়ন মণ্ডলের ছেলে নবিছদ্দিন (৫৮)।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা।

তিনি জানান, ভারতে স্বর্ণপাচার হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের লুঙ্গি পরিহিত অবস্থায় কোমর থেকে কস্টেপে মোড়ানো ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত এসব স্বর্ণের ওজন দুই কেজি ৩৩১ গ্রাম। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮৬ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করাসহ জব্দকৃত স্বর্ণ জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।