ভারতীয় ট্রাকচালককে মারধর, হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ট্রাকচালককে মারধরের প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম। 

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, শনিবার বিকালে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে ভারতীয় ট্রাকচালক বাহিরে যেতে চাইলে তাকে লেবার সরদার বেধড়ক মারধর করেন। তারই জের ধরে রোববার সকাল থেকে তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছে। ফলে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা দুই দেশের ব্যবসায়ীরা খুব দ্রুত আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

 

সম্পর্কিত পোস্ট

Leave a Comment