আফগানদের হারিয়ে সিরিজে সমতায় শ্রীলংকা

শ্রীলংকা সফরে গিয়েই স্বাগতিকদের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেসেখেলে হারায় আফগানিস্তান।

শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়ায় ইব্রাহিম জাদরানের ৯৮ বলের ৯৮ রানের ইনিংসে ভর করে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আফগানিস্তান।

প্রথম ম্যাচে হেরে রোববার দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার আগপর্যন্ত সিরিজ হারের শঙ্কায় ছিল স্বাগতিক শ্রীলংকা।

এদিন হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপাকসে স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলে শ্রীলংকা। ৬ উইকেটে ৫০ ওভারে ৩২৩ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়ানেন্দু হাসারঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা ও দুস্মন্ত চামিরার তোপের মুখে পড়ে ৪২.১ ওভারে ১৯১ রানে অলআউট হয় আফগানিস্তান। ১৩২ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে শ্রীলংকা।

বুধবার হাম্বানটোটার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।