কয়লা এসেছে, ফের বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে পায়রা

পুরোপুরি বন্ধ হওয়ার ২০ দিন পর আবারো চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ‘পায়রা’। কয়লা সংকটের কারণে চলতি মাসের শুরুতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

অবশেষে ইন্দোনেশিয়ার বালিকপনান থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরে এসে পৌঁছায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ। কয়লা নিয়ে রওনা করার ১০ দিন পর এটি বন্দরে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান যুগান্তরকে বলেন, ‘৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে ‘এমভি এ্যাথেনা’ জাহাজ। বৃহস্পতিবার রাত ২টার দিকে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। ২০০ মিটার দৈর্ঘ্য এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থের জাহাজটির ড্রাফ্ট ১০ মিটার। শুক্রবার কিংবা শনিবারের মধ্যে এ কয়লা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস হওয়ার কথা রয়েছে।’

তিনি যুগান্তরকে আরও বলেন, ‘আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। এরপর ধাপে ধাপে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবাহী জাহাজ আসতে থাকবে।’

প্রথম আসা জাহাজটি থেকে কয়লা খালাস করে কেন্দ্র পৌঁছানো এবং বিদ্যুৎ উৎপাদন শুরু করার সময় সম্পর্কে জানতে চাইলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব যুগান্তরকে বলেন, ‘একটি জাহাজ কয়লা নিয়ে এসেছে। এখনো আমাদের জেটিতে পৌঁছায়নি। লাইটারিং শুরু হয়েছে। পুরোপুরি কয়লা খালাস করতে শনিবার ভোর পর্যন্ত সময় লাগবে। আমাদের টার্গেট শনিবার মধ্যরাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর। প্রথমে একটি ইউনিট চালু হবে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।