বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, যেখানে দলের নিয়ন্ত্রণ থাকে সরকারের ওপর, দলের নিয়ন্ত্রণ থাকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর, দলের নিয়ন্ত্রণ থাকে ইলেকশন কমিশনের ওপর, অন্যান্য প্রতিষ্ঠানের ওপর, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের ওপর। তখন সেটাকে আর বহুদলীয় গণতন্ত্র বলা যায় না। সেটা তখন হয়ে যায় বাকশাল। বর্তমান সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা চালু করেছে এবং সেটা বাকশাল। আপনাদের বাকশালীয় কথা যাদের স্মরণ আছে, চিন্তা করে দেখেন তারা কি ছিলো। 

শনিবার বিকালে রংপুর সদর উপজেলার পাগলাপীর কেন্দ্রীয় মসজিদ মাঠে সদর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের সীমাহীন দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলীয় করণের কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস বেড়ে গেছে। গ্যাস বিদ্যুৎ সার ডিজেল কিটনাশক পেট্টোল ভোগ্য পণ্য খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ জনের জীবনযাত্রা দুর্ভিসহ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে আকাশ ছোঁয়া মূল্যে মানুষজন বিশেষ করে নিম্ন আয় থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষ শহর থেকে গ্রামমুখী হচ্ছে। দেশে ডলার সংকট শুরু হয়েছে।

বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশে এক নায়কতন্ত্র চালু করেছে। এটা করতে গিয়ে আপনারা শুনেছেন আমেরিকা একটা স্যাংসন দিয়েছে, স্যাংসনটা কি, যে আমার আমাদের এখানে আমি ঢুকতে দিবোনা। আমেরিকা ঢুকতে না দিলে হয় তো কানাডা ঢুকতে দিবে না, ইউরোপ ঢুকতে দিবেনা, ব্রিটিশরাও ঢুকতে দিবে না, বিভিন্ন ধরনের সরকারী কর্মকর্তা যারা টাকা পয়সা বিদেশে পাঠায় তাদের টাকা পয়সা তো দূরের কথা তাদের ছেলে-মেয়ে, পরিবার পরিজনদেরকেও যেতে দেয়া হবে না, আমেরিকা একটা এমন নিয়ম চালু করেছে। এখন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ শুরু হয়ে গেছে।

 

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।