হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হচ্ছে ‘কল ব্যাক’ বাটন

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন এক ফিচার চালু হচ্ছে। যেখানে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে ‘কল ব্যাক’ নোটিফিকেশন বাটন চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে কোনো কল রিসিভ করতে না পারলেও পরে নোটিফিকেশন বাটন চেপে কলটি করা যাবে। এখন ব্যবহারকারীরা পরীক্ষামূলক দেখার সুযোগ পাচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট স্টোরের ২.২৩২৩.১.০ সংস্করণে পরীক্ষামূলক এ সুবিধাটি পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে অন্য ব্যবহারকারীরাও সুবিধাটি পরখ করার সুযোগ পাবেন। উইন্ডোজে হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা হালনাগাদে ‘কল ব্যাক’ নামে একটি নির্দেশনা বা প্রম্পট মিসড কল অ্যালার্টের পাশেই দেখা যাবে।

এখন হোয়াটসঅ্যাপে কোনো অডিও বা ভিডিও কল ধরা না হলে, সেগুলো মিসড কল অ্যালার্টে দেখা যায়। নতুন হালনাগাদে ব্যবহারকারীরা ‘কল ব্যাক’ আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে ফিরতি অডিও বা ভিডিও কল করতে পারবেন।

বেটা সংস্করণটি পরীক্ষামূলকভাবে ব্যবহারে মাইক্রোসফট স্টোর থেকে হালনাগাদ অ্যাপ ২.২৩২৩.১.০ সংস্করণ ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ ওয়েবের পূর্ববর্তী সংস্করণ ২.২৩২২.১.০–এর কিছু ব্যবহারকারীও সুবিধাটি পরখ করার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

২০২১ সালে ডেস্কটপ অ্যাপে ভয়েস কল-সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। এরপর ওয়েব সংস্করণে অডিও কলের পাশাপাশি ভিডিও কলের সুবিধাসহ আরও নানা ধরনের সেবাও যুক্ত করে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।