পর্তুগালে গঠিত হলো ‌‘বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’

বাংলাদেশি তরুণদের ক্রিকেটের প্রতি আগ্রহ ও ভালো ক্রিকেটার তৈরির লক্ষ্যে ‘বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’-এর যাত্রা শুরু হয়েছে।

গত রোববার (৪ জুন) পর্তুগালের রাজধানী লিসবনে নতুন এই সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জাকির হোসাইনকে। যুগ্ম-আহ্বায়ক হলেন তানভীর আলম জনি, আব্দুল ওয়াহিদ পারভেজ, কাজী সত্তার, লাভলু চৌধুরী এবং সদস্য সচিব করা হয়েছে ইমতিয়াজ আহমেদ রানাকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এমদাদুর রাহমান রায়হান, নোমান হোসাইন, রিয়াদ হোসাইন, শফি আহমেদ রনি, সাব্বির আহমেদ, জাহিদ হাসান, আল- আমিন, আকাশ, সুমন, রুবেল হাওলাদার, মামুন, জীবন, সাজ্জাদ হোসেন রবিন, শুভ্র দেব, নাজমুল ইসলাম প্রমুখ।

কমিটিতে দুজন উপদেষ্টা হলেন আবু সাঈদ ও মো. রাসেল আহমেদ।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।