জনগণের দাবির মুখেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কোনো এক বিশেষ দেশের কাছে আপনারা নতজানু। সারা পৃথিবীর সব দেশই জানে কার কাছে নতজানু হন। কোন দেশ চাপ প্রয়োগ করলে নতজানু হন। বিদেশিদের চাপে নয়, দেশের জনগণের দাবির মুখেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

‘জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ সব রাজবন্দিদের মুক্তি দাবিতে’ এ কর্মসূচির আয়োজন করে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক নেতারা।  রিজভী আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যানজটের কারণে মানববন্ধনে উপস্থিত হতে পারেননি। পরে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, ‘এই সরকার চায় অপেক্ষাকৃত বিএনপির তরুণ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখতে। কারণ আরেকটি একতরফা নির্বাচন করতে চায়। অনেক নেতা জামিনে আছেন, তাদেরকে নো অ্যারেস্ট নো হ্যারেজ করতে আদালতের নির্দেশ আছে। কিন্তু সরকার আদালতের নির্দেশ উপেক্ষা করছে।’

রিজভী বলেন, ‘বিদেশিদের সোচ্চার কণ্ঠকেও এই সরকার চাপ মনে করে না। আরও একটি পাতানো নির্বাচন করতেই গণতন্ত্রের মাতা খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বন্দি করে রেখেছে। যাতে ক্ষমতায় থেকে অবাধে দুর্নীতি করতে পারে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে নেতাকর্মীদের আটক রেখেছে।’

‘কারাবন্দি নেতা রফিকুল আলম মজনু, সাইফুল আলম নীরব, এসএম জাহাঙ্গীর, গোলাম মাওলা শাহিন, আজিজুর রহমান মুসাব্বিরসহ সব নেতাকর্মীদের’ মুক্তির দাবি জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।