এশিয়া কাপের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে ভারত রাজি হওয়ায় এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে গেছে। 

টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলংকায়।

বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, এশিয়া কাপ ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে।

ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ায় এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটেই হবে।

আসরে অংশ নিতে যাওয়া ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে সুযোগ পাবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

পিসিবির প্রস্তাব অনুসারে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।