বোলিং অনুশীলনে ফিরছেন সাকিব

সাকিব আল হাসানের আঙুলে এখন কোনো সমস্যা নেই, বল করতে পারছেন। এমনটিই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা।

সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানায়, এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।

আঙুলের চোটের কারণে অধিনায়ক হওয়া সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব।

ছুটি কাটিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বৃহস্পতিবার থেকে বোলিং প্র্যাকটিস শুরু করেছেন সাকিব।

বৃহস্পতিবার সকালে ইনডোরের আউটারে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব। বোলিংয়ের আগে একাডেমি মাঠে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় ধরে রানিং সেশন করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।