৫৩-এ অলআউট হয়ে ডারবান টেস্টে লজ্জাজনক হার বাংলাদেশের

বাংলাদেশের লক্ষ্য ছিল ২৭৪ রান। কিন্ত বাঁহাতি স্পিনার কেশব মহারাজরে বিধ্বংসী স্পিন বলে দাঁড়াতেই পারল না বাংলাদেশে ব্যাটাররা।পঞ্চম দিনের সকালে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করা বাংলাদেশ এক ঘণ্টাও টিকে থাকতে পারেনি। ১৯ ওভারে ৫৩ রানে শেষ হয় ইনিংস।

মহারাজ একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। ৪১ টেস্টে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি অষ্টমবার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া শিমন হার্মের এবার নিয়েছেন ৩টি। দুই স্পিনার মিলেই বাংলাদেশকে গুটিয়ে দিলেন ৫৩ রানে। অথচ আশা ছিল প্রোটিয়াদের হারিয়ে জিতবে বাংলাদেশ। সব আশা হতাশায় পরিণত করে ২২০ রানে স্বাগতিকদের কাছে হারল সফরকারীরা।

টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের সর্বনিম্ন।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা করে ৩৬৭। জবাবে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ১৩৭ রানে ২৯৮ তোলে। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে।

এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭ (এলগার ৬৭, বাভুমা ৯৩, এরউই ৪১, হারমার ৩৮*; খালেদ ৪/৯২, মিরাজ ৩/৯৪, এবাদত ২/৮৬)।
দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪ (এলগার ৬৪, পেটারসেন ৩৬, রিকেলটন ৩৯*; এবাদত ৩/৪০, মিরাজ ৩/৮৫, তাসকিন ২/২৪)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮ (জয় ১৩৭, লিটন ৪১, শান্ত ৩৮; (হারমার ৪/১০৩, উইলিয়ামস ৩/৫৪)।
দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৫৩ (শান্ত ২৬, তাসকিন ১৪; মহারাজ ৭/৩২, হারমার ৩/২১)

ফল: দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।