জাতিসংঘে রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক ।। বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে আরও বলা হয়, জেলেনস্কি দাবি করেছেন- রাশিয়াকে আন্তর্জাতিক ‘জবাবদিহিতার’ মুখোমুখি হতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গের বিচারের মতো রাশিয়াকে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আনা উচিত।

জেলেনস্কি বলেন, গত ৪১ দিন ধরে রাশিয়া যা করছে বুচা শহরে ‘গণহত্যা’ তার অনেকগুলোর একটি উদাহরণ মাত্র।

তিনি আরও বলেন, বিশ্ব এখনো পুরো সত্যটা জানতে পারেনি। রুশ সামরিক বাহিনী প্রকাশ্যে তাদের দখলে থাকা গ্রামগুলো লুণ্ঠন করছে।

অন্যদিকে মস্কো বেসামরিক মৃত্যুর দায় অস্বীকার করে দাবি করছে, বুচা ও কিয়েভের অন্যান্য শহরতলির কথিত মৃতদেহের ছবিগুলো ভুয়া।

সূত্র: বিবিসি

জেলেনস্কি জাতিসংঘের অভ্যন্তরে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, এই আগ্রাসন বৈশ্বিক নিরাপত্তার পুরো ভিত্তিকে ‘দুর্বল’ করে দিয়েছে।
তিনি বলেন, কাউন্সিল যদি ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড বন্ধে সহায়তার কোনো উপায় খুঁজে না পায়, তাহলে ‘ভেঙে দেওয়া’ উচিত। কারণ এটি প্রমাণ করে, ‘আলোচনা ছাড়া আর কিছুই করার নেই’।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।