মালয়েশিয়ায় পার্কে পড়ে থাকা বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ায় পার্ক থেকে এক বাংলাদেশি যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে অনেকগুলো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) সকালে পেনাং রাজ্যের সিম্পাং আম্পাতের সেন্ট্রাল আইল্যান্ড পার্ক থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে লাল টি-শার্ট ও ডেনিম প্যান্ট ছিল। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে পেনাং রাজ্যের পুলিশ প্রধান দাতুক খাও কোক চিন বলেন, খবর পেয়ে স্থানীয় দক্ষিণ সেবেরাং পেরাই জেলা পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই বাংলাদেশিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের শরীরে অনন্ত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে আসা মেডিকেল টিম ওই বাংলাদেশিকে মৃত ঘোষণা করে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।