সার্বিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত ৮

কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্দুক হামলার ঘটনা ঘটল বলকান অঞ্চলের দেশ সার্বিয়ায়। রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের একটি গ্রামে নিহত হয়েছেন অন্তত ৮ জন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সার্বিয়ার দুবোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

বন্দুকধারী একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় বলে জানা গেছে। অসমর্থিত সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী এখনো পলাতক রয়েছেন।

সার্বিয়ান মিডিয়া জানিয়েছে, শুক্রবার সকালে বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে পৌঁছেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ ইউনিট দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করেছে।

স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করার পর ২০ বছর বয়সী এক যুবক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।