প্রেমিকা ও তার বাবাকে গুলি করে পুলিশের আত্মহত্যা

প্রেমিকা ও তার বাবাকে গুলি করে আত্মহত্যা করেছে ভারতের মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। 

ভারতের মালিখেদি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের সাব-ডিভিশনাল অফিসার ভবিষ্য ভাস্কর এএনআইকে জানিয়েছেন, প্রেমজনিত ঘটনায় এক নারী ও তার বাবাকে গুলি করে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় ঠিক কী কারণে ওই পুলিশ কনস্টেবল, প্রেমিকা ও তার বাবাকে গুলি করেছেন তা জানানো হয়নি এনডিটিভির প্রতিবেদনে। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত ওই প্রেমিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে তার বাবা মারা গেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।