পদ্মাসেতুতে অর্থায়ন না করার ভুল বুঝতে পেরেছে বিশ্বব্যাংক: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, পদ্মাসেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিশ্বব্যাংক যে ভুল করেছে সেটা তারা অনুধাবন করতে পেরেছে। এজন্যই তারা ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী ডেকেছে।  

বিশ্বব্যাংকের এ অনুধাবনের জন্য ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা এখন বাংলাদেশকে সহযোগিতা করতে চায় বিভিন্ন প্রকল্পে। তবে তাদের এই অর্থ সহযোগিতা বাংলাদেশ নিবে কি না সেটাও ভেবে দেখছে সরকার।

কারন, কাদের সহযোগিতা নিবে আর কাদেরটা নিবেনা সেই সক্ষমতা এখন বাংলাদেশের আছে। 

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এদেশে ধনিক এবং বনিক শ্রেনী তৈরি করেছে। জিয়াউর রহমানই এদেশে ব্যাংক থেকে ঋন নিয়ে তা ফেরত না দেয়ার সংস্কৃতি চালু করেছে। তাই বিএনপি যখন সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে সেটা হাস্যকর শোনায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।