‘নির্বাচন এলেই ভয়ে থাকে সংখ্যালঘুরা’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনটি বলছে, নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায় ভয়ে থাকে। নির্বাচন এলেই তাদেরকে ‘খেলার ঘুঁটি’ বানানো হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তাদের আলোচনায় এসব তথ্য উঠে এসেছে।

শনিবার (২৪ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডের পাশে বিএমএ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক জাতীয় কমিশন গঠন, পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আওয়ামী লীগ গত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই সভা করেছে সংগঠনটি।

ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভা প্রস্তুতি কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রস্তুতি কমিটির সদস্য অতুল চন্দ্র মণ্ডল।

সভায় মুখ্য আলোচকের বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, নির্বাচনের সময়ে সংখ্যালঘুদের টার্গেট (লক্ষ্য) করে বিশেষ মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং করে। তাদের লক্ষ্য একটাই—দেশকে সংখ্যালঘু শূন্য করা। আগামী নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ আছে।

রানা দাশগুপ্ত জানান নির্বাচন পূর্বাপর পরিস্থিতি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ ও শঙ্কার কথা বিদেশি দূতাবাসগুলোকে জানানোর পরিকল্পনা রয়েছে। পরিষদের উদ্বেগের কথা ইতিমধ্যে আওয়ামী লীগকে জানানো হয়েছে। সাম্প্রদায়িক দলগুলো ছাড়া অন্য দলগুলোকেও জানানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, রাজনীতি এমন এক জায়গায় চলে গেছে, যেখানে দেশের জনগণ অসহায়ের মতো তাকিয়ে আছে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের দিকে। বিষয়টি সবার জন্য সংকট ও উদ্বেগের।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।