দেশেরই আছি, দেশেরই থাকব: আসিফ

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দেশের বাইরে সেটেল হওয়ার ন্যূনতম চিন্তাকে প্রশ্রয় দেননি বলে জানিয়েছেন। তিনি দেশেই আছেন, দেশেরই আছেন, দেশেরই থাকবেন। আজ নিজের ফেসবুকে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে এসব জানিয়েছেন আসিফ।

আসিফ লিখেছেন, ‘সেই ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিরতি, তারপর বাংলাদেশের কাছাকাছি দেশগুলোর বাইরে আর শো করিনি, নানান কারণে করা হয়ে ওঠেনি। সবাই গাইতে যায় সারা দুনিয়ায়, ফেসবুকে দেখে খুব ভালো লাগে। ২০২৩ সালটাকে আমার মনে হয়েছে কাম ব্যাক করার একটা পারফেক্ট বছর। বুদ্ধিমানরা বিকল্প খুঁজে নেয়। রাজনৈতিক বিভাজনের বিষবাষ্প থেকে বেরিয়ে এসে সারা দেশে শুরু হলো স্কুল কলেজের বন্ধুদের রি-ইউনিয়ন।

কুমিল্লায় ৯০ ব্যাচের সদ্যপ্রয়াত ছোট ভাই মাসুদ পারভেজ খান ইমরানের মাধ্যমেই আবার স্টেজ কনসার্টে ফেরা। কিছু কনসার্ট করে মনে হয়েছে এখনো আমাকে দিয়ে স্টেজ প্রোগ্রাম চালানো সম্ভব, নিজের ওপর কনফিডেন্সটা হারিয়ে যায়নি।’

কনসার্টে ফেরা নিয়ে আসিফ লিখেছেন, ‘বয়সও হয়েছে, চাইলেই সব প্রোগ্রামে যেতে পারি না, সব ধরনের গানও আগের মত গাইছি না। চাকরি করার সুবাদে নিজেকে যথেষ্ট বিজি রাখতে পেরেছি। সব সময় চেয়েছি অতিরিক্ত কনসার্টের কারণে যেন কণ্ঠ বিদ্রোহ না করে। সবকিছুর জন্যই একটা অধ্যবসায় আছে, থাকে। আমিও নিজের পেশাদারি কাজের প্রতি অনুগত। ৭ জুলাই আমার গানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ হবে।

সংগীত পরিচালক শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাইয়ের হাত ধরে প্লে-ব্যাকে আসলাম এইতো সেদিন, ব্যাপারটা এমনই লাগে আমার কাছে। করোনার এফেক্ট আর লিগামেন্ট ইনজুরির কারণে শরীরটা খানিক ইনজামামুল হকের মত হয়ে গেছে, পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য ফিটনেস প্রোগ্রাম রেডি করেছি। যতটুকুই উচ্ছৃঙ্খলতা ছিল সেগুলো পরিহার করতে পেরেছি আইদাহ আসিফ রঙ্গনের ঐশ্বরিক প্রভাবে। আবারও নিজের অবস্থান নতুনভাবে জানান দিতে আসছে পুরোনো আসিফ, ইনশাআল্লাহ।’

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে আসিফ লিখেছেন, ‘The A Team মেম্বারদের নিয়ে মধ্য আগস্ট থেকে আমাদের ইউরোপ সফরের একটা শো চার্ট প্রায় রেডি হয়ে গেছে। স্পেন ইংল্যান্ড ফ্রান্স হয়ে টরন্টো পর্যন্ত এক মাসের সফর, মাঝখানে আরও কিছু ইউরোপিয়ান দেশও ঢুকে যাবে। সফরগুলো সামনে রেখে নিজেদের শাণিয়ে নিচ্ছি। বহু চড়াই-উতরাই পেরিয়ে আবারও পুরোনো ট্র্যাকে চেপে বসেছি। বায়ান্ন বছর বয়সে এসে কামব্যাক করার একটা উদাহরণ হতে চাই। পেশাদারি জীবনে সব সময় সৎ থেকেছি, সবাইকে হয়তো হ্যাপি রাখতে পারিনি।’

দেশের প্রতি প্রেম ও দায়িত্ববোধ প্রসঙ্গে আসিফ লিখেছেন, ‘দেশে কিছু সমস্যা ফেস করেছি, এটা ছিল আমার নিয়তি। এগুলো অত্যন্ত দামি অভিজ্ঞতা, হতোদ্যম হইনি কখনো। নিরাপত্তা ইস্যুকে বর্ম করে দেশের বাইরে সেটেল হয়ে যাওয়ার ন্যূনতম চিন্তাকে প্রশ্রয় দিইনি। দেশেই আছি, দেশেরই আছি, দেশেরই থাকব। যত কিছুই ঘটুক, এই দেশ আমার, আমি এই দেশেরই একজন কৃতজ্ঞ সন্তান, এতেই এক জীবনের মহা শান্তি।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।