এশিয়া কাপ নিয়ে নতুন প্রস্তাব পাকিস্তানের

ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেজন্য তারা নতুন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) প্রস্তাব দিয়েছে। 

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচগুলো দেশের মাঠে খেলার সুযোগ চান বাবর আজমরা। তবে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায় হলে পিসিবির কোনো সমস্যা নেই।

প্রতিযোগিতার অন্তত চার থেকে পাঁচটি ম্যাচ দেশের মাঠে খেলতে চায় পাকিস্তান। বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বা শ্রীলংকায় হলে পাকিস্তানের আপত্তি নেই।

এশিয়া কাপের ফাইনালে ভারত যদি না উঠে তাহলে লাহোরে ফাইনাল ম্যাচ চায় পাকিস্তান।

এশিয়া কাপ নিয়ে পিসিবির নতুন প্রস্তাবে এখনো অনুমোদন দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, এ প্রস্তাবে সম্মতি দিতে পারে এসিসি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা 

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।