ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান ১৮তম

ঢাকার বায়ুর মানে উন্নতি হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার শহরটির অবস্থান ১৮তম।

সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৮৮। বায়ুর মান মাঝারি। বৃহস্পতিবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম।

একিউআই স্কোরে শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জার্কাতা শহর, স্কোর ১৫৬। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান, স্কোর ১৫২। চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৪১। পঞ্চমে চীনের উহান শহর, স্কোর ১৩৩।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।