চীন যাচ্ছেন মেসি

সপ্তমবারের মতো চীন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চীনের রাজধানী বেইজিংয়ে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সফরে আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন লিওনেল মেসি। ছয় বছর পর চীন যাচ্ছেন মেসি।

চীনে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস জানায়, আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বেইজিংয়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

এর আগে ছয়বার চীন সফরে গেছেন মেসি। ২০০৫ সালে প্রথম চীন সফর করেন তিনি। এর পর  আর্জেন্টিনা বা তার সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে পাঁচবার ড্রাগনের দেশ সফর করেছেন এই ফুটবল তারকা।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।