এশিয়া কাপ নিয়ে নিজেদের অবস্থান জানাল বাংলাদেশ

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভেন্যু নিয়ে আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে বনিবনা হচ্ছে না ভারতের।  

আয়োজক হিসেবে পাকিস্তান চাচ্ছে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে চায় না।

বিকল্প হিসেবে পাকিস্তান একটি ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছে। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের। আর বাকি ম্যাচ পাকিস্তানের মাঠে খেলানোর।

পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত। যে কারণে আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেন, আমরা এশিয়া কাপ খেলতে চাই। খেলাটি কোনো মডেলে হবে সেটি এসিসির সিদ্ধান্তের বিষয়।

সোমবার মিরপুরে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, এশিয়া কাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এসিসি থেকে আনুষ্ঠানিকভাবে জানব কোথায়, কখন ম্যাচ হবে। সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আরও বলেছেন, আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড নাকি অন্য কিছু, এ ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যারা সদস্য আছে তারা এই সিদ্ধান্ত মেনে নেবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।