উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রসঙ্গত, ড. খন্দকার মোশাররফ ব্রেইন স্ট্রোক করে গত ১৮ জুন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলো।

বিএনপি সূত্রে জানা গেছে, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই সিঙ্গাপুর ন্যাশানাল হাসপাতালে চিকিৎসা নেবেন দলটির এই সিনিয়র নেতা।

প্রবীণ এই রাজনীতিকের সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।