উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পিএইচডি ডিগ্রি অর্জন

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দের ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেসি থেকে এক্সটারনাল রিসার্চার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  

তার গবেষণার বিষয় ছিল ‘‌ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাডাপটেশন অফ টেকনোলজি ড্রাইভেন ইন্টারন্যাশনাল ট্রেড : এশিয়ান কনটেক্সট’।

গবেষণার বিষয়ে দীর্ঘ পর্যালোচনা শেষে বৈজ্ঞানিক কাউন্সিলের সকল সদস্য তাকে পিএইচডি ডিগ্রি দেয়ার বিষয়ে সম্মত হন। ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেসির  রেক্টর এবং উজবেকিস্তান পার্লামেন্টের  ডেপুটি স্পিকার সাদিক সাফায়েভ, ভাইস রেক্টর, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ওই আলোচনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ভারত, মালয়েশিয়া ও উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীর আলমের ৬টি আর্টিকেল ও ২টি কনফারেন্স পেপার প্রকাশিত হয়।

রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।