ইতিহাস গড়া জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন স্পিকারের

ইতিহাস গড়ে মিরপুর টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শনিবার একমাত্র টেস্ট সিরিজে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেন বাংলাদেশের খেলোয়াড়রা।

খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা ভালোবাসা জানান। বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জয়ের পর ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ম ইনিংসে ৩৮২ রান করে। জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অলআউট হয়। ২য় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে জয়ের জন্য আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দেয়। ২য় ইনিংসে সব উইকেট হারিয়ে আফগানরা ১১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত উভয় ইনিংসে এবং মমিনুল হক ২য় ইনিংসে শতরান করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।