রোজার জন্য আগাম পণ্য আমদানি

পবিত্র রমজান মাস উপলক্ষে আগাম পণ্য আমদানি শুরু করেছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। কারও পণ্য ইতিমধ্যে চট্টগ্রামমুখী জাহাজে রয়েছে। কেউ কেউ বাড়তি সময় হাতে নিয়ে পণ্য আমদানির ঋণপত্র খুলছেন। চট্টগ্রাম বন্দরের জাহাজজটের কারণে এবার একটু আগেভাগেই পণ্য আমদানি শুরু করেছেন এখানকার ব্যবসায়ীরা।
এ বছর রোজা শুরু হতে পারে ১৭ মে। ফলে এখনো বাকি ৭২ দিন। তবে রোজার বাজার ধরতে সময় নেই আমদানিকারকদের হাতে। খাতুনগঞ্জে চলছে রোজার প্রস্তুতি। পাইকারি পর্যায়ে এখনো রোজার পণ্য বেচাকেনা শুরু হয়নি। তবে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখন ব্যাপক ব্যস্ত। গতকাল মঙ্গলবার খাতুনগঞ্জে আমদানিকারক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে সরেজমিনে এমন তৎপরতা চোখে পড়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।