জাতিসংঘে রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক ।। বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির। প্রতিবেদনে আরও বলা হয়, জেলেনস্কি দাবি করেছেন- রাশিয়াকে আন্তর্জাতিক ‘জবাবদিহিতার’ মুখোমুখি হতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গের বিচারের মতো রাশিয়াকে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আনা উচিত। জেলেনস্কি বলেন, গত ৪১ দিন ধরে রাশিয়া যা করছে বুচা শহরে ‘গণহত্যা’ তার অনেকগুলোর একটি উদাহরণ মাত্র। তিনি আরও বলেন, বিশ্ব এখনো পুরো সত্যটা জানতে পারেনি। রুশ সামরিক বাহিনী প্রকাশ্যে তাদের দখলে থাকা গ্রামগুলো লুণ্ঠন করছে। অন্যদিকে মস্কো বেসামরিক মৃত্যুর দায় অস্বীকার করে দাবি…

আরো পড়ুন