বেলি ডান্স করায় স্কুলশিক্ষিকা আয়া ইউসুফকে তালাক দেন স্বামী

বেলি ড্যান্স সারা বিশ্বের মানুষের কাছে বেশ জনপ্রিয়। মধ্যপ্রাচ্যের এই শিল্পটি খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে। বেলি ড্যান্স শুধু দর্শকের নজরই কাড়ে না, শরীরের গঠন সুন্দর করতেও এই নাচ বেশ কার্যকর। তবে ফারাওদের যুগে এই নাচের উৎপত্তি হলেও এখনও জনসমক্ষে বেলি ডান্সের জন্য কখনো কখনো নারীকে তাচ্ছিল্য করার অভিযোগ ওঠে। বেলি ডান্সের জন্য সমাজের মানদণ্ডে মাপার রীতি নতুন নয়। আর সেই মাপকাঠিতেই মাপা হয়েছিলো মিশরের স্কুলশিক্ষিকা আয়া ইউসুফকে। একটি সামাজিক অনুষ্ঠানে বেলি-ড্যান্স করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমনকি এ ঘটনায় আয়ার স্বামী তাকে তালাক দিয়ে ঘরছাড়া করেন। আয়ার…

আরো পড়ুন