লিচুর রাজ্যেও আমের রাজত্ব

‘আম-লিচুতে ভরপুর-জেলা মোদের দিনাজপুর’। আমের এই জেলায় এবার গাছে গাছে ঝুলছে আম। ফলনও হয়েছে বাম্পার। বিরাজমান উষ্ণ আবহাওয়া আর প্রখর রোদের চোখ রাঙানিতে খুব বেশি প্রভাব না পড়লে এবার প্রায় সাড়ে ৪শ কোটি টাকার আম উৎপন্ন হবে এ জেলায়। বৃষ্টিহীন চরম আবহাওয়ায় গাছের বাড়তি আশাতীত ফল ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আমচাষিরা।  দিনাজপুর জেলার সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, খানসামাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গাছে গাছে ঝুলছে আম। গত বছরের চেয়ে এবার গাছে ফল এসেছে অনেক বেশি। আম গাছগুলো যেন আমের ভারে নুয়ে পড়েছে। বৃষ্টি অভাব, প্রখর রোদ আর তীব্র…

আরো পড়ুন