কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। শুক্রবার (২৬ মে) বিকেল ৫টায় বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রবাসী নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় আমন্ত্রিত অতিথিরা বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কারের ওপর আলোকপাত করেন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এর তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর আদর্শে দেশ…
আরো পড়ুন