ঐতিহ্যবাহী মিঠাপুকুর, জেনে নিন এর ইতিহাস

উত্তরের জেলা রংপুরের অন্যতম উপজেলা মিঠাপুকুর। রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর রংপুরে  প্রবেশের ঠিক ২০ কিলোমিটার আগেই এর অবস্থান। এই উপজেলার নামটি মূলত মুঘল আমলে খনন করা একটি পুকুরের নাম থেকেই এসেছে।  কথিত আছে ১৬৬২সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের আদেশে সেনাপতি মীর জুমলা কোচ বিহার ও আসাম অভিযান কালে মিঠাপুকুরে এসে অবস্থান নেন। এ সময় মীর জুমলা তার বিশাল সৈন্য বাহিনীর সুপেয় পানির ব্যবস্থা নিয়ে চিন্তিত ছিলেন। অবশেষে মিঠাপুকুর মৌজায় শাহ ইসমাইল গাজীর আমলের (৪৫৯-১৪৭৪ইং) খনন করা চারটি ছোট ছোট পুকুরের অস্তিত্ব পান তিনি। সেই চারটি পুকুর নতুন করে খনন করে…

আরো পড়ুন