এরদোগানের শেষ পরীক্ষা আজ

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা আজ। একই সঙ্গে তুরস্কের টানা দুই শাসক প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানেরও রাজনৈতিক জীবনের ‘শেষ পরীক্ষা’ আজ। জিতলে তুর্কি ইতিহাসে টানা তিন দশক ধরে দেশ পরিচালনার নতুন ইনিংস শুরু হবে এরদোগানের। শনিবার নির্বাচনি প্রচারণার শেষ ঘণ্টাগুলো উত্তাল ছিল দেশটির ভোটের মাঠ। একদিকে প্রেসিডেন্ট এরদোগানের প্রচার শিবির। অন্যদিকে বিরোধী জোটের নেতা কামাল কিলিচদারোগ্লু। মসনদ জয়ে মরিয়া দুই প্রার্থীই। ১৪ মে নির্বাচনের প্রথম দফায় এরদোগান পেয়েছিলেন ৪৯% ভোট। কিলিচদারোগ্লু পেয়েছিলেন ৪৪.৮৯ %। দুজনের কেউই ৫০% ভোট না পাওয়ায় সংবিধান মোতাবেক নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় (২৮ মে)। খবর বিবিসির।…

আরো পড়ুন