ইমেইলও লিখে দেবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনে দিনে এতটাই বাড়ছে যে, প্রতিনিয়তই কোনো না কোনোভাবে এর যুক্ত হচ্ছি আমরা। চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে প্রবন্ধ, চিঠি, রেজিউমে তৈরি এখন আর নতুন কিছু নয়। বরং এবার গুগল জানিয়েছে জিমেইলে ইমেইল লেখায় সাহায্য করবে এআই। গত মাসে গুগলের বার্ষিক আই/ও সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও সুন্দার পিচাই ‘হেল্প মি রাইট’ নামে একটি নতুন জেনারেটিভ এআই প্রযুক্তির ঘোষণা দেন, যার মাধ্যমে নিউ মেসেজ উইন্ডোতে অল্প কিছু নির্দেশনা বা ‘প্রম্পট’ দিয়েই গোটা ইমেইলটি লিখিয়ে নেওয়া যাবে। যার অর্থ অন্য একটি অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে প্রম্পট দিয়ে লিখিয়ে…

আরো পড়ুন