মুক্তির আগে থেকেই নানান বিতর্কে জর্জরিত ছিল ‘বাহুবলী’খ্যাত দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’। রামায়নের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। বারনের ভূমিকায় আছেন সাইফ আলী খান। আর সীতার চরিত্র রাঙিয়েছেন কৃতি শ্যানন। মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি রুপি আয় করে রীতিমতো রেকর্ড গড়েছে ওম রাউত পরিচালিত এ সিনেমাটি। তবে বিতর্ক পিছু ছাড়ছে না কোনোভাবেই। আগে থেকেই ভারতের বিভিন্ন জায়গায় এ সিনেমার বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে অনেককেই। এবার ক্ষেপেছে নেপালিরা। সীতাকে ভারতকন্যা বলায় ক্ষুব্ধ হয়ে আদিপুরষ তো বটেই, সব ধরনের বলিউড…
আরো পড়ুন