৩৩ বছরের অপেক্ষার অবসান আজ?

দিয়েগো ম্যারাডোনার ম্যাজিকে চার মৌসুমে দুবার সেরি-এ লিগ চ্যাম্পিয়ন, দুবার রানার্সআপ। এরপর মৌসুমের পর মৌসুম কেটেছে নাপোলির অপেক্ষা, আক্ষেপ ও হাহাকারে। দীর্ঘ ৩৩ বছরের সেই অপেক্ষার অবসান হতে পারে আজ। সেরি-এ লিগে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের দুয়ারে নেপলসের ক্লাব। ৩১ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭৮। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিত্তর চেয়ে তারা এগিয়ে ১৭ পয়েন্টে।

আজ ঘরের মাঠ দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে নবাগত সালেরনিতানার মুখোমুখি হবে লুসিয়ানো স্পালেত্তির দল। নাপোলি ম্যাচ জিতলে এবং অপর ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে লাৎসিও হারলে কিংবা ড্র করলে আজই শিরোপা নিশ্চিত হয়ে যাবে নাপোলির। সেক্ষেত্রে প্রথম দল হিসাবে ছয় ম্যাচ বাকি থাকতে সেরি-এ লিগ জয়ের কীর্তিও গড়বে তারা।

সমীকরণটা জানা থাকায় উৎসবের রঙে সেজেছে নেপলস শহর। ম্যারাডোনা-যুগের পর প্রথম লিগ জয়ের সুবাসে সুরভিত ইতালির দক্ষিণাঞ্চলের শহরটি। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পরের বছর নাপোলিকে তাদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা এনে দিয়েছিলেন ২০২০ সালে অনন্তলোকে পাড়ি জমানো ম্যারাডোনা। তিন বছর পর আরেকটি। মহানায়কের মহাপ্রয়াণের পর গত ডিসেম্বরে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এবার নাপোলির পালা।

নাপোলি তৃতীয় লিগ শিরোপা জিতলে সমর্থকদের উন্মত্ত উদযাপনে শহরের শৃঙ্খলা ভেঙে পড়তে পারে, এই শঙ্কায় ব্যবস্থা নিয়েছে নেপলস কর্তৃপক্ষ। তাদের অনুরোধে শনিবারের বদলে ম্যাচটি হচ্ছে রোববার। নেপলসবাসী অবশ্য এরই মধ্যে আগাম উদযাপন শুরু করে দিয়েছে। শহরের নতুন নায়কদের ভাস্কর্য তৈরি করেছেন নেপলসের শিল্পীরা। দোকানগুলোর সামনে উড়ছে ক্লাবের নীল রঙের পতাকা। একটি পোস্টারে দেখা যাচ্ছে, নাপোলির বর্তমান দলের দুই বড় তারকা ভিক্টর ওসিমহেন ও খভিচার হাতে ট্রফি তুলে দিচ্ছেন ম্যারাডোনা। উৎসবের মঞ্চ প্রস্তুত। অপেক্ষা শুধু সময়ের।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।