‘সাত নম্বর পজিশনের জন্য সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে’

অক্টোরব-নভেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সাত নম্বর পজিশন নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশ দল। 

এ পজিশনের লড়াইয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন।

এই কয়জনের মধ্য থেকে যেকোনো একজনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

এ ব্যাপারে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, সাত নম্বরের জন্য প্রতিযোগিতা বেশ কয়েকজনের। প্রতিটা খেলোয়াড়ই ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখেন আফিফ আছে, মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে, দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে।

সাকিব বলেন, একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্ত নেয়া খুব সহজ হবে না। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।