যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাজুন ইসলাম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

এসময় সায়েম (১৭) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা দুজনই রাজধানীর এ কে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজুনকে মৃত ঘোষণা করেন। আহত সায়েম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া মারুফ নামের এক ব্যক্তি যুগান্তরকে বলেন, দনিয়া কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালমান হাসপাতালে নিয়ে যাই।

সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাজুনকে মৃত ঘোষণা করেন।সায়েম চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, নিহত তাজুন কদমতলীর মুরাদপুর কুদার বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।তার বাবা মোশারফ হোসেন কাতার প্রবাসী।দুই ভাই-বোনের মধ্যে তাজুন ছিলেন বড়। তাজুন এ কে স্কুল অ্যান্ড কলেজের চলতি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

যাত্রাবাড়ি থানার ওসি মফিজুল আলম যুগান্তরকে বলেন, বুধবার বিকালে দনিয়া কলেজের সামনে ছুরিকাঘাতে আহত তাজুন ও সায়েম নামে দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাজুনকে মৃত ঘোষনা করেন।সায়েম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।