‘মোচা’ আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশ্যায়!

ঘূর্ণিঝড় ‘মোচা’র সম্ভাব্য গতিপথ নিয়ে বিশ্লেষ শুরু করেছেন ভারতের আবহাওয়া অফিস। এটি কি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে, না কি ওড়িশ্যায়?- এনিয়ে চলছে জল্পনা কল্পনা।

কোথায় আছড়ে পড়বে, কত গতিতে আছড়ে পড়বে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আরহাওয়া অফিস।

তবে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা কমছে। বাকি থাকল তামিলনাড়ু, ওড়িশ্যা এবং পশ্চিমবঙ্গ। এই তিন রাজ্যের মধ্যে কোথায় সেটি আঘাত হানবে, তা নিয়েই আশঙ্কা বাড়ছে জনমনে।

পশ্চিমবঙ্গের আরহাওয়া অফিস জানাচ্ছে, ‘মোচা’ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশ্যায়। আর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে আগামী সপ্তাহেই।

‘মোচা’র আছড়ে পড়ার সম্ভাব্য অঞ্চল বিশাল। তার গতিপথের মধ্যে ওড়িশ্যা থেকে মিয়ানমার রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। ফলে এই বিশাল অঞ্চলের কোথায় ‘মোচা’ তাণ্ডব চালাবে, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।