৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে সাবেক তারকা ক্রিকেটাররা বিভিন্ন দল নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন।
ভারতের সাবেক তারকা ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি পাকিস্তানকে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বাদ দিচ্ছি না। তারা উপ মহাদেশের পরিবেশে খেলতে অভ্যস্ত। কিন্তু বিষয় হল তারা দীর্ঘদিন ধরে ভারতে খেলেনি। আমি দেখতে চাই ওরা বিশ্বকাপের জন্য কেমন দল নির্বাচন করছে।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই প্রধান নির্বাচক আরও বলেন, ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তান বেশ ভালোই খেলেছে সেমিফাইনালে উঠে। কিন্তু মোহালিতে ভারতের কাছে হেরে বিদায় নেয়। আমি পাকিস্তানকে এবারও উড়িয়ে দিচ্ছি না। তবে ভারতের মাটিতে বাবর আজমদের খেলার অভিজ্ঞতা নেই।
এর আগে এক সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি দলকে তিনি বিশ্বকাপ জেতার দাবিদার মনে করেন।