বাড়ি উপহার পেলেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা

‘রূপবান’খ্যাত উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম। বর্তমানে অভিনয়ে খুব বেশি একটা দেখা মেলে না তার। দীর্ঘদিন যাবত ঢাকার বনশ্রী এলাকায় একটি ভাড়া বাসায় অস্বচলভাবে জীবন-যাপন করছেন তিনি।

তবে মঙ্গলবার (১৩ জুন) জমিসহ একটি বাড়ির চাবি সুজাতাকে বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জানা যায়, স্থায়ী আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন অভিনেত্রী সুজাতা। পরে বিষয়টি নজরে আসে মোহাম্মদ মমিনুর রহমানের। এরপর সুজাতার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি।

সেই মোতাবেক ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২,৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের তুলে দিয়ে অভিনেত্রী সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির দখল হস্তান্তর করা হয়।

বাড়ির চাবি হস্তান্তরকালে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, চিত্রনায়িকা সুজাতা সপরিবারে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।