পাকিস্তানকে ছাড়া জমবে না এশিয়া কাপ: ভারতের সাবেক কিংবদন্তি

এশিয়া কাপ অনুষ্ঠান নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটি শেষ পর্যন্ত কেটে গেল। হাইব্রিড মডেলে হচ্ছে উপমহাদেশের জনপ্রিয় এই টুর্নামেন্ট। ৪ টি ম্যাচ হবে পাকিস্তানে, বাদবাকি খেলা হবে শ্রীলংকায়।

পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ জমবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) হাইব্রিড মডেল মেনে নেওয়ার পর এই ক্রিকেট ধারাভাষ্যকার বলেন, এসিসি নতুন এই মডেল মেনে নেওয়ায় আমি বিস্মিত হয়নি। কারণ ভারত আগেই জানিয়ে দিয়েছিল তারা পাকিস্তান সফরে যাবে না।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে আশা প্রকাশ করে বলেন যে, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। তারা ভারত না এলে বিশ্বকাপ খেলতে যাবে না বলে ঘোষণা দিয়েছিল। আসলে পাকিস্তান না থাকলে এশিয়া কাপ জমত না।

৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ চলবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।