পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

পর্তুগালে বসবাস করা বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিবন্ধিত সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২৩-২৪ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

পর্তুগালের রাজধানীর লিসবনে সোমবার (৫ জুন) সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে নতুন কমিটি গঠিত হয়।

নতুন কমিটিতে মো. রাসেল আহম্মেদ (ডেইলি স্টার) সভাপতি ও শহীদ আহমদ (দৈনিক ইনকিলাব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৮ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি এফ আই রনি (দৈনিক ভোলার বাণী). সহসভাপতি আনোয়ার এইচ খান ফাহিম (আর টিভি), অর্থ সম্পাদক জাহিদ কায়সার (প্রবাস কথা), যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (দৈনিক ইত্তেফাক), এনামুল হক (একুশে টিভি অনলাইন), মো. আবু সাঈদ (জাগো নিউজ), সহসাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ (দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক মহি উদ্দিন (আটলান্টিক টিভি পর্তুগাল), দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল বাংলা টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসান কোরাইশী (চট্টগ্রামের সময়) এবং সদস্য শওকত ও রাহীব ফয়সাল। এছাড়াও কার্যনির্বাহী সদস্য থাকবেন সংগঠনের দু’জন সাবেক সভাপতি, রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন) ও ফরিদ আহমেদ পাটোয়ারী (ঢাকা পোস্ট)।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বেলাল আহমেদ।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।