নিউইয়র্কে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আবু সুলতান আতিফ মারা গেছেন

নিউইয়র্কের বাঙালি কমিউনিটির অতি পরিচিত মুখ আবু সুলতান আতিফ (৪৯) দুই দশকের অধিক সময় ধরে নিউইয়র্কে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার (২১ জুন) ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবু সুলতান আতিফ তার গর্ভধারিনী মা, স্ত্রী , এক ছেলে , এক ভাই ও শ্বশুর শ্বাশুরীকে নিয়ে নিউইয়র্কে বসবাস করতেন। গত ৭/৮ বছর আগে অন্যান্যের সাথে নিউইয়র্কের ৩৬ এভিনিউ এর এষ্টোরিয়ায় গড়ে তোলেন বৈশাখী রেষ্টুরেন্ট । অল্পদিনের মধ্যে রেস্টুরেন্টটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ।

কঠোর পরিশ্রমি আতিফ অন্য প্রতিষ্ঠানে (এন ওয়াই সি এইচ আর ) চাকরি করলেও কাজ শেষে ছুটে যেতেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান বৈশাখী রেষ্টুরেন্টে । কখনো বসে থাকতেন না তিনি । সব সময় কিছু না কিছু করতেন ।

আবু সুলতান আতিফের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর মসজিদ আল-মামুর, জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment