দুইদিন ব্যাট করতে চায় আফগানিস্তান

ঢাকা টেস্টের তৃতীয় দিনশেষে বাংলাদেশ ৬৬২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তানকে। আফগানদের এখনো প্রয়োজন ৬১৭ রান, হাতে রয়েছে ৮ উইকেট। তবে দলটির কোচ জনাথন ট্রট আগামী দুদিনই ব্যাট করার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে স্বীকারও করেছেন এটি কতটা কঠিন।

আফগানিস্তানের সঙ্গে টাইগারদের চলমান সিরিজে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আসা মুখ ট্রটের। তৃতীয় দিনশেষেও দলের প্রতিনিধি হয়ে তিনিই এলেন, ‘আমরা আগামী দুদিন ব্যাট করার চেষ্টা করব। তবে কাজটা খুবই কঠিন। ব্যাটিংয়ে অবশ্য অপরাজিত দুই ব্যাটার ভিন্ন কিছুরই ইঙ্গিত দিয়েছে। আমরা টেস্টে এমনটিই আশা করি। পিচও ধীরগতির হয়ে আসছে বিধায় আশা করি ব্যাট করতে পারব এবং ভালো পারফরম্যান্স করব।’

আফগানিস্তান বোলারদের এমন খরুচে বোলিং নিয়ে ট্রট বলছিলেন, ‘বোলারদের মধ্যে ভালো করার প্রচেষ্টা দেখেছি। আমার মতে, ছেলেদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হবে। এভাবে তাদের একটা দিন মাঠে কাটাতে হয়েছে।’

বাংলাদেশের ব্যাটাররা আধিপত্যের কথা উল্লেখ করে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমি জানতাম তারা আধিপত্য দেখাবে। ইংল্যান্ডের বিপক্ষেও তারা ভালো ক্রিকেট খেলেছে। যদিও সংস্করণ ভিন্ন ছিল। সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশ বেশ কিছু সফল সিরিজ খেলেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।