মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল স্বপ্ন উজ্জ্বল হয়েছে বাংলাদেশ দলের। তিন পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছেন জামাল ভূঁইয়ারা।
গ্রুপের শেষ ম্যাচে আজ ভুটান তাদের প্রতিপক্ষ। জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
প্রতিপক্ষ ভুটান বলেই সতর্ক বাংলাদেশ। সাত বছর আগে ভুটানে হেরে ১৭ মাস আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত হয়েছিল বাংলাদেশ। ওই হার বাদ দিলে পরিসংখ্যান জামালদের পক্ষে।
দুদলের ১৩ বারের সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ১০টিতে। একটি হার। বাকি দুটি ড্র। আজ ভুটানের বিপক্ষে ম্যাচের ওপর নির্ভর করছে জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে খেলা।
ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে লাল-সবুজ শিবির। দলের অন্যতম তারকা ডিফেন্ডার তারিক কাজীকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের শেষদিকে চোট পাওয়া তারিক কালও অনুশীলন করতে পারেননি।
তবে ভুটানকে হারালেও মালদ্বীপ ও লেবাননের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। লেবানন হারলে শেষ চারের সমীকরণ বদলে যেতে পারে। কারণ লেবাননের ছয় পয়েন্ট, মালদ্বীপের তিন। বাংলাদেশ ভুটানকে হারালে তিন দলের পয়েন্ট হবে সমান ছয় করে।
তখন গোল পার্থক্যে গ্রুপে এগিয়ে থাকা দল দুটি যাবে সেমিফাইনালে। তবে সমীকরণের দিকে তাকাতে চান না অধিনায়ক জামাল ভূঁইয়া।