আফগানদের বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

আগামীকাল ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সে উপলক্ষে মঙ্গলবার মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা বলেছেন, আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের খেলার পরিকল্পনা নিয়ে।

আফগানদের বিপক্ষে টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে টাইগার ব্যাটার লিটন দাসের। আট বছর আগে ২০১৫ সালে লিটনের টেস্ট অভিষেকের সময় প্রধান কোচ ছিলেন হাথুরু। এবার অধিনায়কের দায়িত্ব নেওয়ার সময়েও তিনিই পুরনো দায়িত্বে। জাতীয় দলের ক্রিকেটে লিটনের এ যাত্রা প্রসঙ্গে তার অভিমত জানতে চাইলে হাথুরু বলেন, ‘তাকে দেখে মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক সম্ভাবনা। এ জন্যই আমরা তাকে সুযোগ দিয়েছি, ধরে রেখেছি।’

অপেক্ষাকৃত তরুণ ও অচেনা এক দল নিয়ে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে আফগানিস্তান। দীর্ঘদিন ধরে এ ফরম্যাটে খেলেওনি তারা। অচেনা প্রতিপক্ষকে মোকাবিলা প্রসঙ্গে জানতে চাইলে টাইগার কোচ বলেন, ‘ওদের বেশিরভাগ ক্রিকেটার সম্পর্কে আমাদের জানাশোনা কম। আমরা প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করি অবশ্যই। কিন্তু সেটা ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ মনোযোগ থাকে আমরা কী করব, সেখানে।’

এদিকে তরুণ এই আফগানিস্তান দলের বিপক্ষে পেস আক্রমণে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে পেসার আছে ৫ জন। শেরেবাংলার উইকেটেও দেখা মিলেছে সবুজ ঘাসের। ফলে দলে চারজন পেসার খেলানোর ইঙ্গিতও দিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমাদের ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যে কোনো সময় সুযোগ দিতে পারি। ফাস্ট বোলিং বিভাগ এখন খুবই ভালো করছে। কে জানে, আমরা আগামীকাল হয়তো ৩-৪ জন পেসার নিয়ে দল সাজাতে পারব।’তবে উইকেটে ঘাস থাকলেও পেসারদের জন্যও দারুণ সুযোগ থাকবে বলেও মনে করেন টাইগারদের লংকান এ কোচ।

আফগানদের বিপক্ষে আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। তাই এমন ম্যাচ খেলতে ক্রিকেটারদের কীভাবে উদ্বুদ্ধ করেন জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তা হলে সে ভুল জায়গায় আছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।