আইসিসি থেকে বাংলাদেশ পাবে মাত্র ২৯০ কোটি

আগামী চার বছরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মোট আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

টাকার হিসেবে আগামী চার বছরে আইসিসির ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মধ্যে ভারত পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ হাজার ৪৯২ কোটি টাকা। যা মোট আয়ের ৩৮.৫ শতাংশ।

আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে মাত্র ৪.৪৬ শতাংশ বা ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা।

আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা পাবে ৬.৮৯ শতাংশ তথা ৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। ক্রিকেট অস্ট্রেলিয়া পাকে ৬.২৫ শতাংশ অর্থাৎ, ৩ কোটি ৭৫ লাখ ডলারের বেশি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পাবে ৫.৭৫ শতাংশ বা ৩ কোটি ৪৫ লাখ ডলারের কিছু বেশি।

নিউজিল্যান্ড পাবে ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, শ্রীলংকা পাবে ২ কোটি ৭১ লাখ, ওয়েস্ট ইন্ডিজ পাবে ২ কোটি ৭৫ লাখ ডলার।

সম্পর্কিত পোস্ট

Leave a Comment

* বাংলানিউজটোয়েন্টিফোরসেভেন.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।