রণক্ষেত্রে দেখা হবে বন্ধু! জুনিয়র এনটিআরকে হৃতিক

দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর অভিনেতা হিসাবে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন আরআরআর সিনেমার বদৌলতে। বলিউডে নতুন ‘ওয়ার’-এর জন্য তৈরিও করছেন নিজেকে। তার ৪০তম জন্মদিনে এবার যুদ্ধক্ষেত্রে নেমে পড়ার আহ্বান জানালেন হৃতিক রোশন। হৃতিক জানালেন, তার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করছেন। অভিনবভাবে জুনিয়র এনটিআরকে শুভেচ্ছা জানালেন হৃতিক। সেই সঙ্গে উস্কে দিলেন ‘ওয়ার-২’র জল্পনা। শুভেচ্ছা বার্তায় হৃতিক লেখেন, ‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর! আনন্দে ভরে উঠুক তোমার আগামী দিন, অ্যাকশনে হোক জমজমাট। যুদ্ধভূমিতে তোমার জন্য অপেক্ষায় আছি বন্ধু। তোমার আগামী দিনগুলো আনন্দ আর শান্তিতে ভরে উঠুক, যতক্ষণ না আমাদের দেখা হচ্ছে।’ ‘যুদ্ধভূমি’ বলতে হৃতিক…

আরো পড়ুন